Duration 4:36

মিশরের পিরামিডের অজানা রহস্য যা আপনাকে ভাবিয়ে তুলবে [ মীশর দেশ ]

5 549 watched
0
63
Published 19 Mar 2020

মিশরের অজানা রহস্য|মীশর দেশ||Bio films হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো নীল নদ ও পিরামিডের দেশ মিশর নিয়ে।যেখান থেকে ইসলাম ধর্মের শুরু হয়েছিল আবার সেখানেই শেষ হবে, তার আলামত আমারা এখন থেকে দেখতে শুরু করছি, তা কিভাবে সেটা জানবেন আজকের ভিডিও তে, এছাড়া আরো অনেক রহস্য ও রোমাঞ্চকর তথ্য জানাবো মিশর নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন।😄😄😄 শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন । তাহলে আর কোন ভিডিও মিস হবেনা আপনার। তাই দেরী না করে চলুন শুরু করা যাক। বরাবরই মিশর ভ্রমণকারীদের জন্য একটি অকর্ষণীয় স্থান। মিশর উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ। মিশর পিরামিডের জন্যই ভ্রমণকারীদের নিকট বেশী জন্যপ্রিয়। এই দেশটি আরবি-ভাষাভাষী দেশগুলোর মধ্যে বৃহত্তম এবং আফ্রিকার শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোর মধ্য অন্যতম। মিশরকে কালো মাটির দেশও বলা হয়ে থাকে । নীল নদের বন্যার সাথে বয়ে আনা উর্বর কালো মাটি যা মরুভূমির মাটি অথবা "লাল জমি" থেকে আলাদা । মিশরের ভূমি খুবই উর্বর যার ফলে প্রচুর শষ্য উৎপাদিত হয় এখানে। যার ফলে একে কৃষির তৃণভূমি বলা হয়। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। মিশরে ধর্ষণ সবচেয়ে বেশি প্রচলিত একটি অপরাধ। দেশটিতে বৈবাহিক ধর্ষণ নিষিদ্ধ নয়। ২০০৮ সালে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, দেশটিতে প্রতি বছর ২০,০০০ ধর্ষণ সংঘটিত হয়, দেশটিতে প্রতি বছর প্রায় দুই লক্ষ নারী ধর্ষণের শিকার হন। ২০১১ সালের বিপ্লবের পর ধর্ষণের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে । মিশরে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের সময় এবং প্রতিবাদ-মিছিলের সময় ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং নারীদের ও নারী সাংবাদিকদের জনসম্মুখে ধর্ষণের ঘটনাও ঘটেছে। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি হল মিশরের দ্যা গ্রেট পিরামিড অব গিজা। তাছাড়া মিশরের আলেকজান্দ্রিয়ার সুবিখ্য মিশরের গান, মিশর দেশ, মিশরের মেয়েদের ডান্স, মিশরের নারী, মিশরের মুভি, মিশরি গান, মিশরী গান, মিশরী ডান্স, মিশর মুভি, মিশর মেয়ে, মিশর গান, মিশর রহস্য, মিশর দেশ কেমন, মিশর জাদুঘর, মিশর সং, মিশর রহস্য full movie, মিশর song, মিশর রহস্য song, মিশর রহস্য trailer #মিশর_সম্পর্কে_অজানা_আশ্চর্য_তথ্য #মিশরেরপিরামিড

Category

Show more

Comments - 3