Duration 6:39

Covid19 Help at M. Rajlaxmi Seva Sadan and Balaji Seba Trust, Kolkata

Published 18 Apr 2020

Ration provided to the boarders of Rajlaxmi Seba Sadan, Brahmapur, Kolkata 96 "রাজলক্ষী সেবাসদন", বালাজি সেবা ট্রাস্ট, ১০৬৮|৪, প্রগতি পার্ক, ব্রহ্মপুর, কলিকাতা ৭০০০৯৬ - #বৃদ্ধাবাসে ৪০ জন আবাসিকদের মধ্যে কয়েকজন শয্যাশায়ী। বিগত 12 বছর ধরে মূলত কিছু অনুদান আর নিজেদের তৈরী ধোসা ইডলি ইত্যাদি কয়েকজনের মাধ্যমে বিক্রি করিয়ে চলছিল এঁদের সংসার। লক ডাউনের কারনে এই ধোসা ইডলি ইত্যাদি বিক্রি বন্ধ । কিছু খাদ্য সামগ্রী ও তদব্যতিরেকে প্রয়োজনীয় অন্যান্য কিছু সামগ্রী কেনার জন্য, সম্ভব হলে, কিছু অর্থ আর সাহায্যের আবেদন জানিয়েছিলেন #রাজলক্ষ্মী দেবী @Ujjwal Adak এর মাধ্যমে। সরাসরি অর্থ সাহায্য না করতে পারলেও আমরা #বাঙালী_বৈদ্য_সমাজের তরফে কিছু খাদ্য সামগ্রী (যেমন ২৫ কেজি চাল, ৬ কেজি ডাল, লবন ২ প্যাকেট, ২ কেজি সয়াবিন বড়ি, ২ কেজি সরষের তেল, ২৫ কেজি আলু, কালো চানা, তরমুজ, আঙ্গুর, শসা, ২ লিটার ফিনাইল, ২ কেজি গুড়ো সাবান, কিছু মসলা পাতি, ১২ টা গায়ে মাখার সাবান ইত্যাদি) পৌঁছে দিলাম আজ (১৮ই এপ্রিল)। আরো অনেক এমন অনুরোধ আসছে বিভিন্ন প্রান্ত থেকে। আর আপনাদের সাহায্যও। 🌟 আর এদের সকলকে সাহায্যের জন্য প্রয়োজন আরো কিছু অর্থ সাহায্যের। তাই, বরাবরের ন্যায় আমাদের বিনীত আবেদন (❤️) আপনার কাছে। ✒️ আপনার সাধ্যমতো আপনি অর্থসাহায্য করতে পারেন (https://pages.razorpay.com/Covid19Help) অথবা ✒️ আমাদের কার্যালয়ে সরাসরি পৌঁছে দিতে পারেন রেশন ইত্যাদি। ✒️ এই পোস্ট #শেয়ার করেও আপনি আমাদের এই প্রকল্পে সাহায্য করতে পারেন। ✒️ আপনি হতে পারেন আমাদের #স্বেচ্ছাসেবক। ✒️ সাহায্য করতে পারেন সাহায্য প্রার্থী মানুষের খবর আমাদের কাছে পৌঁছে দিয়ে অথবা অন্য যে কোনভাবেই।

Category

Show more

Comments - 0